আগের সিরিজগুলোর মতো এবারেও আমাজন প্রাইমে রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত ফ্যামিলি ম্যানের সিজন-3 এর স্ট্রিমিং। আগের মতোই মুখ্য চরিত্রে মনোজ বাজপেয়ীকে স্পেশাল এজেন্ট হিসাবে মূল কাহিনী আবর্তিত হয়। উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে চিনা আগ্রাসন ও সাথে স্পেশাল এজেন্টের বিশেষ অভিযান শুরু হয় এই সিজনে।



